সীতাকুণ্ড, চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৩। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড হিউম্যানিটিসের উদ্যোগে আগামী ২০-২১ জানুয়ারী ‘এনভিশনিং দ্য ফিউচার: টিচিং ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার’ থিমে ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার (২০ জানুয়ারি) সকাল দশটায় আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে এ কনফারেন্স শুরু হবে।
এতে প্রধান অতিথি থাকবেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি থাকবেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। অতিথি থাকবেন আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মছরুরুল মওলা। সভাপতিত্ব করবেন আইআইইউসির ট্রেজারার ও ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড হিউম্যানিটিসের ডীন প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির।
কনফারেন্সে কী-নোট স্পিকার থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহীত উল আলম, অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির প্রফেসর মোহাম্মদ এ কাইউম, ভারতের আলীগড় মুসলিম ইউনিভার্সিটির প্রফেসর সানাউল্লাহ আল-নদভী, যুক্তরাষ্ট্রের মনটানা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর জিওনা কারজুজা, যুক্তরাষ্ট্রের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো মিমি মারসটলার, যুক্তরাষ্ট্রের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো এ্যালেন স্টুয়ার্ট, মালেশিয়ার এলহাম আফনান ট্রেইনিং হাবের সহযোগী অধ্যাপক সুরাইনি মো. আলী।
কনফারেন্সে শতাধিক গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।