সোমবার, ২১ এপ্রিল ২০২৫

শিরোনাম

২৩ জানুয়ারী থেকে যুক্তরাষ্ট্রে আয়কর রিটার্ন জমা শুরু

শুক্রবার, জানুয়ারী ১৩, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক: আগামী ২৩ জানুয়ারী থেকে যুক্তরাষ্ট্রে আয়কর রিটার্ন জমা দেয়া শুরু হচ্ছে। কোন জরিমানা ছাড়াই আগামী ১৮ এপ্রিল পর্যন্ত ২০২২ ট্যাক্স বছরের ব্যক্তিগত ট্যাক্স ফাইল করা যাবে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেম এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এ ক্ষেত্রে, জরিমানা এড়াতে ডিউ ট্যাক্স ১৮ এপ্রিলের মধ্যেই পরিশোধ করতে হবে। বর্ধিত সময় আবেদন ইলেকট্রনিক্যালি বা পেপার মাধ্যমে করা যায়। তবে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান সাপেক্ষে পুরো বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে।

এ ব্যাপারে আরো জানতে আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং এক্সসেপ্টেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। জ্যাকসন হাইটস অফিস ৩৭-২০, ৭৪ স্ট্রিট (দ্বিতীয় তলা), জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন: ৭১৮-২০৫-৬০৪০, ৭১৮-২০৫-৬০১০; জ্যামাইকা অফিস: ১৬৭-১৮ হিলসাইড এভিনিউ (দ্বিতীয় তলা), জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২, ফোন: ৯২৯-৩৯৯-২০০৪, ৯২৯-৩৯৯-২০০৭ এবং বাফেলো অফিস: ১১১৪ ওয়ালডেন এভিনিউ, বাফেলো, নিউইয়র্ক ১৪২১১, ফোন: ৯১৭-৪৮৫-৯৯৬৯- এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাসেম।