মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫০০

শনিবার, জুন ২৪, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: সারা দেশে গেল ২৪ ঘন্টায় (শনিবার ২৪ জুন) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০০ জন। এদের মধ্যে ঢাকায় ৪১৭ জন ও ঢাকার বাইরে ৮৩ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫০৩ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি এক হাজার ১৫৯ জন ও অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৩৪৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ছয় হাজার ৮৩৯ জন। এদের মধ্যে ঢাকায় পাঁচ হাজার ৩৫২ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৪৮৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ জনের।

এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত পাঁচ হাজার ২৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।