শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

২৯ জুলাই নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশ মেলা

শনিবার, জুলাই ২২, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের বেবিলন টাউন হলে আগামী শনিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হবে বাংলাদেশিদের প্রথম মেলা। এতে ব্যান্ড দল নগর বাউলের জেমসের লাইভ কনসার্টসহ থাকবে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। বৃহস্পতিবার (২০ জুলাই) জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মেলার আয়োজকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেলা। এত থাকবে বাংলাদেশ থেকে আসা অভিনেতা-অভিনেত্রী ও সঙ্গীত শিল্পীদের নানা পরিবেশনা, ফ্রি এডমিশন, ফ্রি কনসার্ট ও ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা, র‌্যাফেল ড্রতে ব্রান্ড নিউ গাড়ি।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মেলাটিকে স্মরণীয় করে তুলতে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হচ্ছেন রাজনীতিবিদ গিয়াস আহমেদ, যু্গ্ম-আহ্বায়ক আসেফ বারী টুটুল, মাসুদুর রহমান, মোহাম্মদ মহসীন, মিয়া আলীম পাখি ও তারেক হাসান খান, চীফ কো অর্ডিনেটর রাজনীতিবিদ গোলাম ফারুক শাহীন এবং সদস্য সচিব রিয়াজ মাহমুদ। মেলার কালচারাল ইভেন্টের চেয়ারম্যান হচ্ছেন ইশতিয়াক আহমেদ রুমি।

সংবাদ সম্মেলনে শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, জেবিবিএ’র সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘লং আইল্যান্ডে প্রায় ২০ হাজার বাংলাদেশি বসবাস করছেন। তাদের দীর্ঘ পথ ও ট্রাফিক পাড়ি দিয়ে সিটিতে মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে আসতে হয়। এবার এ ধরনের অনুষ্ঠান লং আইল্যান্ডবাসীর দোরগোড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।’

এ মেলায় প্রায় পাঁচ থেকে আট হাজার বাংলাদেশি অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন।