নিউ জার্সি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের এবসিকন শহরে বাসন্তী পুজো উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাজ্যের এবসিকন শহরের দক্ষিণ শোর রোডের রাধাকৃষ্ণ মন্দিরে শাস্ত্রীয় মতে আগামী ৩-৭ এপ্রিল বাসন্তী পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হবে।
পুরাণ অনুযায়ী, সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজ্য-হারানো রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে মূর্তি গড়ে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। বাসন্তী পুজোকেই বাঙালির আসল দুর্গা পুজো বলে মনে করা হয়।
শাস্ত্র অনুসারে এই বছর দেবীর আসা যাওয়া দুটোই হাতিতে। দেবীর গজ বাহন শাস্ত্রমতে অত্যন্ত শুভ।
পুজোর বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে পূজা অর্চনা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ।
পুজোয় কয়েক দিন ঢাক-ঢোল, কাঁসর আর উলুধ্বনিতে মুখরিত থাকবে মন্দিরের প্রাঙ্গণ।
পুজো উপলক্ষে আটলান্টিক কাউন্টির সনাতনী হিন্দু সম্প্রদায়ের মনে-প্রাণে ও ঘরে ঘরে উৎসাহ-উদ্দীপনা, আনন্দ-উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মধ্যে এই ব্যাপারে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
রাধাকৃষ্ণ মন্দিরের পক্ষে লিটন ধর ও সুনীল দাশ হিন্দু ধর্মাবলম্বীদের বাসন্তী পুজোয় আমন্ত্রণ জানিয়েছেন।