রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

৪৮ ঘণ্টার মধ্যেই ইসরায়েলে ইরানের হামলা!

শুক্রবার, এপ্রিল ১২, ২০২৪

প্রিন্ট করুন

তেহরান, ইরান: আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ‘ইসরায়েলের ভূখণ্ডে’ প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘ইরান সরাসরি নিজেদের ভূমি থেকে ইসরায়েলের মাটিতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এ হামলা হতে পারে।’

দক্ষিণ অথবা উত্তর ইসরায়েলে সম্ভাব্য এ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে, প্রতিবেদনে ইরান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, ‘তেহরানের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।’

এ দিকে, ইসরায়েলের যে কোন লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিজেদের কর্মীদের দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১২ এপ্রিল) ইসরায়েলের যুক্তরাষ্ট্রের দূতাবাসের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘হামলার আশঙ্কায় জেরুজালেম, তেল আবিব ও বিরশীবা এলাকা থেকে তাদের কর্মীদের বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

গেল ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় সিরিয়া ও লেবাননে ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স আইআরজিসির দুই শীর্ষ কমান্ডারসহ অন্তত ১১ জন কর্মকর্তার মৃত্যু। এরপর থেকে ইরানের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা বার বার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছেন।

বুধবার (১০ এপ্রিল) ঈদের খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ফের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি পেতেই হবে।’

তিনি বলেন, ‘ইহুদিবাদী সরকার আরেকটি ভুল করেছে এবং তারা দামেস্কের ইরানের কনুস্যলেটে হামলা চালিয়েছে। কোন দেশের কনস্যুলেটসহ অন্যান্য কূটনৈতিক মিশন ওই দেশের ভূখণ্ড বলে বিবেচিত হয়। তারা যখন আমাদের কনস্যুলেটে হামলা চালিয়েছে, তখন মূলত তারা আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে।’