নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: গণ শুনানীতে ব্যাপক বিরোধীতা সত্ত্বেও কথিত নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ‘কনজেশান প্রাইসিং’ আগামী ৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে, ম্যানহাটনের ৬০ স্ট্রিটের নিচে গাড়ি নিয়ে ঢুকলে টোল দিতে হবে। যানজট কমানো ও সিটির গণপরিবহন উন্নয়নের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এ প্রকল্পটি নিয়েছে নগর কতৃপক্ষ।
পিক আওয়ারে ই-জেড পাস থাকলে প্রতি গাড়ির জন্য টোল নয় ডলার। ভোর পাঁচটা থেকে রাত নয়টা পিক আওয়ার। রাত নয়টার পরে দুই দশমিক ২৫ ডলার। ক্রমে এই টোল আরো বৃদ্ধি হবে বলে পরিকল্পনায় রয়েছে। ২০৩১ সাল নাগাদ টোল বেড়ে ১৫ ডলারে পৌঁছাবে বলা হয়েছে। ট্রাক ও বাণিজ্যিক যানবাহনের জন্য টোলের হার বেশি নির্ধারণ করা হয়েছে। অফ-পিক সময়ে ঢুকলে ডিসকাউন্ট রয়েছে।
নিম্ন-আয়ের মানুষের জন্য ছাড় আছে। বার্ষিক ৫০ হাজার ডলারের কম আয়কারীরা প্রতি মাসে প্রথম দশটি ট্রিপের পরে সব ট্রিপে ৫০ শতাংশ ছাড় পাবেন। এই ৫০ শতাংশ ডিসকাউন্ট প্রার্থীদের ই-জেড পাস ব্যবহার করতে হবে এবং প্রুফ অব ইনকাম দেখিয়ে আবেদন করতে হবে।
ইয়েলো ট্যাক্সি, উবার, লিফ্ট ইত্যাদিসহ ভাড়ার যানবাহন এবং কিছু বাস সার্ভিসের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। এরা এই কনজেশন প্রাইসিংয়ের আওতায় পড়বে না।
প্রতিবন্ধীদের জন্যও বিশেষ ছাড় থাকবে।
এফডিআর ড্রাইভ, ওয়েস্টসাইড হাইওয়ে, এফডিআর ব্যাটারী আন্ডারপাস ও ওয়েস্ট স্ট্রীটে গাড়ি চালালে, এর সাথে সংযুক্ত ব্রুকলীন-বেটারি টানেলে গাড়ি চালালে টোল লাগবে না।
কিন্তু, কোন গাড়ি ৬০ স্ট্রিটের নিচে এফডিআর বা ওয়েস্টসাইড হাইওয়ে থেকে ম্যানহাটনের যে কোন লোকাল স্ট্রিটে এক্সিট নিলেই টোলের আওতায় পড়বে।