চট্টগ্রাম: বাংলা একাডেমির উদ্যোগে আগামী ৫-৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা সাহিত্য মেলা’। মেলায় উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকছে তিনটি সেমিনার, প্রবন্ধপাঠ ও আলোচনা। থাকবে লেখক কর্মশালা। সাহিত্যের বিভিন্ন ধরন, ছন্দ, বানান, বাক্য গঠন নিয়ে এ কর্মশালায় প্রশিক্ষণ দেয়া হবে। থাকছে কবিতা ও ছড়া পাঠ।
চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় সাহিত্য মেলায় অতিথি থাকবে অনুপম সেন, মাহবুবুল হক ও আবুল মোমেন। প্রধান বক্তা থাকবেন বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান। সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলার প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
জেলার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন শামসুল আরেফীন। সভাপতিত্ব করবেন আনোয়ারা আলম ও আলোচনায় অংশ নেবেন কবি হাফিজ রশীদ খান। ‘চট্টগ্রামের ছড়া কবিতা ও পুঁথি’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন রাশেদ রউফ। সভাপতিত্ব করবেন কবি স্বপন দত্ত ও আলোচনায় অংশ নেবেন কবি ওমর কায়সার। চট্টগ্রামের কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ ও অন্যান্য শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন কবি খালেদ হামিদী। সভাপতিত্ব করবেন আহমেদ ইকবাল হায়দার। আলোচনায় অংশ নেবেন কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। লেখক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকছেন মোহীত উল আলম, আলম খোরশেদ ও বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান। স্বরচিত কবিতা ও ছড়া পাঠের তিন পর্বে সভাপতিত্ব করবেন কবি খুরশীদ আনোয়ার, ফাউজুল কবির, সনজীব বড়ুয়া। কবিতা ও ছড়া পাঠে অংশ নেবেন উপস্থিত লেখকরা।
বাংলা একাডেমির পক্ষে সাহিত্য মেলার সার্বিক তত্বাবধানে থাকছেন লোক সংস্কৃতি গবেষক, নাট্যকার, বাংলা একাডেমির উপ পরিচালক সাইমন জাকারিয়া।
সাহিত্য মেলায় অংশগ্রহণে ইচ্ছুকদের রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে দশটার মধ্যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে।