চট্টগ্রাম: দ্বিতীয় বারে মত দিনব্যাপী ‘চিটাগাং ক্যাটেল এক্সপো-২০২৩’ চট্টগ্রাম সিটির আউটার স্টেডিয়ামে আগামী শুক্রবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রামের প্রাকৃতিক উপাদানে পশু মোটা তাজাকরণ এগ্রো ফার্মের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তাদের সংগঠন ‘চট্টগ্রাম ক্যাটেল ফামর্স এসোসিয়েশন’ এ এক্সপোর আয়োজন করছে।
এক্সপো সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সিটির রুবি গেইটস্থ এশিয়ান স্পোটর্স প্রাঙ্গণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, তরুণ শিল্প উদ্যোক্তা বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের সভাপতিত্বে ও ইউনিট্রেড ইভেন্টসের সিইও মুহাম্মদ ওসমান গণির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন জ্যাকি, সাংগঠনিক সম্পাদক তানজিব ওয়াজিব রহমান, সি-প্লাসের প্রধান সম্পাদক আলমগীর অপু।
চট্টগ্রাম জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ইনিট্রেড ইভেন্টেসর প্রযোজনায় চট্টগ্রাম ক্যাটেল এক্সপো ২০২৩ এর মিডিয়া পার্টনার দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, দৈনিক বিজয়-১৬, চ্যানেল আই, যমুনা টিভি, অনলাইন মিডিয়া সি প্লাস ও চিটাগাং লাইভ এবং এসিআই, রেনেটা, এশিয়ান গ্রুপ, গ্রীন হারভেস্ট এগ্রো, চৌধুরী রেন্চ, নাহার এগ্রো, রুস্তম এগ্রো, শাহ আমানত এগ্রো, শাহ মজিদিয়া এগ্রোর সহায়তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ এক্সপো।
চিটাগাং ক্যাটেল এক্সপো- ২০২৩ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চট্টগ্রাম ক্যাটেল ফামর্স এসোসিয়েশনের সদস্যদের নিয়ে বিভিন্ন উপ-কমিটি গঠিত হয়। সভায় এক্সপো আয়োজনের সামগ্রিক চিত্র, আংসগ্রহণকারী এগ্রো খামারের পরিচিতি, স্পন্সর পরিচিত, এক্সপো থিমসং উদ্বোধন করা হয়। সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেয়া হয়।