শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

৬-৮ অক্টোবর কানাডার টরোন্টোতে বাংলাদেশী পণ্যমেলা

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৩

প্রিন্ট করুন

তরেন্টো, কানাডা: কানাডার টরোন্টোতে শুরু হচ্ছে তিন দিনের বাংলাদেশি পণ্যমেলা। ৭ ফেব্রুয়ারি হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান জানায় কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই)।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে বেসরকারি খাত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার পর রপ্তানি ও বিনিয়োগে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে বাংলাদেশকে। সরকার নীতি সহায়াতা দেবে, কিন্তু অর্থনীতির চাকা সচল রাখতে হবে বেসরকারি উদ্যোক্তাদের।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে বাংলাদেশ হচ্ছে বিনিয়োগের সর্বোৎকৃষ্ট স্থান। এক ছাদের নিচে সবকিছুর ব্যবস্থা করেছে সরকার।’

এ সুযোগ কাজে লাগানোর জন্য কানাডার বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান তিনি।

আয়োজকরা জানান, ৬-৮ অক্টোবর কানাডার টরোন্টোতে হবে তিন দিনের এ বাণিজ্য মেলা। ইউরোপের পর কানাডা হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম গ্রাহক। বাংলাদেশের পোশাক শিল্প আরো বৃহৎ আকারে কানাডার ক্রেতাদের কাছে তুলে ধরতে এ আয়োজন।