শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

পুতিনের মন্তব্য ‘কান্ডজ্ঞানহীন’

শুক্রবার, মার্চ ১, ২০২৪

প্রিন্ট করুন
ম্যাথিউ মিলার

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু যুদ্ধের ঝুঁকির সতর্কতাকে যুক্তরাষ্ট্র ‘কান্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করে তার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন বলেছে, ‘এ ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির কোন লক্ষণ দেখা যাচ্ছে না।’ সংবাদ এএফপির।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা ভ্লাদিমির পুতিনের কাছ থেকে যে এমন ‘কান্ডজ্ঞানহীন’ বক্তব্য এ প্রথম বার দেখছি, তা কিন্তু নয়। তিনি এর পূর্বেও এমন বক্তব্য দিয়েছেন। তবে, পরমাণু ক্ষমতাধর কোন দেশের নেতার পক্ষে এ ধরনের বক্তব্য দেয়া মানায় না।’

তিনি বলেন, ‘আমরা অতীতে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে রাশিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে ও সরাসরি যোগাযোগ করেছি।’

তবে মিলার বলেন, ‘রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে- এমন কোন লক্ষণ বা তথ্য আমাদের কাছে নেই।’

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেয়া ভাষণে পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘কোন দেশ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষা করতে সেখানে সেনা পাঠালে তাদের ‘করুণ পরিণতি’ ভোগ করতে হবে।’