নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের রুভভেল্ট ৭৭ স্টিটে রোববার (২৫ জুন) বর্ণিল আয়োজনে ঈদ মেলা অনুষ্ঠিত হয়েছে। বিনোদন মাল্টিমিডিয়া সার্ভিসের ব্যানারে অনুষ্ঠিত মেলায় সার্বিক সহযোগিতায় ছিল জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন। এতে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল পিস অ্যামব্যাসেডর আবু জাফর মাহমুদ।
বিনোদন মাল্টিমিডিয়ার প্রেসিডেন্ট রাশেদ আহাম্মেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ, অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটি মেয়র দপ্তরের এশিয়ান এ্যাফেয়ার্স ভলেন্টিয়ার ফাহাদ সোলাইমান, শাহ গ্রুপের সত্তাধিকারী শাহ্ জে চৌধুরী। দুপুরে মেলার প্রথম পর্বে অতিথি ছিলেন অ্যাসেমব্লিওম্যান ক্যাটালিনা ক্রূজ।
উদ্বোধনী অনুষ্ঠানে আবু জাফর মাহমুদ বলেন, ‘এখানে আমরা সবাই বাংলাদেশি আমেরিকান। বাংলাদেশি জীবনের সবকিছুই আমাদের অস্তিত্ব। এসব নিয়েই আমরা আমেরিকান। এগুলো বাদ দিয়ে আমরা আমেরিকান নই। ভালবাসাটা আমরা বাংলাদেশ থেকে শিখে এসেছি। ওই ভালবাসাটা নিয়েই এখানে আমরা হোম কেয়ার করছি। আমাদের সমাজের যা কিছু সৌন্দর্য্য; সেটিসহই আমরা আমেরিকান।’
মেলায় বেশ কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান রকমারি পণ্যের স্টল সাজিয়ে বসেছিল। বিনোদন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বেশ কয়েকজনকে সম্মাননা দেয়া হয়। মেলার মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই, বিশ্ববাংলা ২৪ টিভি ও সাপ্তাহিক আজকাল।