গাইবান্ধা: কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় করতোয়া ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদী ভাঙনের শঙ্কায় রয়েছেন নদী তীরবর্তী মানুষরা। তবে, ঘাঘট ও তিস্তারপানি কমা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) বিকালে নদ-নদীর পানি পরিমাপ করে এ তথ্য জানিয়েছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড। তাদের দেয়া তথ্য মতে, সোমবার (৩ জুলাই) বিকাল তিনটা থেকে আজ মঙ্গলবার (৪ জুলাই) একটা পযর্ন্ত করতোয়া ও ব্রহ্মপুত্রের নদের পানি বাড়ছে। গেল ২৪ ঘণ্টায় করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি পয়েন্টে ১৭ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখ পয়েন্টে দুই সেন্টিমিটার বেড়েছে।
এ দিকে, গেল ২৪ ঘণ্টায় ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে চার সেন্টিমিটার ও তিস্তার পানি সুন্দরগঞ্জ পয়েন্টে ১৭ সেন্টিমিটার কমেছে। করতোয়া ও ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির ফলে সদর, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার নদীবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। এতে চরসহ ভাঙন আতঙ্কে রয়েছে নদী পারের মানুষরা। পানি আরো বৃদ্ধি পেলে নতুন নতুন এলাকায় পানি উঠার শঙ্কা রয়েছে।
গাইবান্ধা পানি উনয়ন বোর্ডের (পাউবো) নিবার্হী প্রকৌশলী মো. হাফিজুল হক বলেন, ‘ব্রহ্মপুত্র ও করতোয়া নদের পানি বাড়লেও তিস্তা ও ঘাঘটের পানি কমতে শুরু করেছে। তবে, কোন নদীর পানি বিপদসীমা পার করেনি। মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়া, তিস্তার পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।