ঢাকা: চট্টগ্রামের ছেলে প্রিন্স চৌধুরী নতুন রুপে কমেডি চরিত্র নিয়ে বাংলা চলচ্চিত্রে আসছেন। বাসু রাজ চৌধুরী প্রিন্স ইতিমধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতির সদস্য হয়েছেন।
‘বউ হওয়া কি মুখের কথা’ চলচ্চিত্রের গল্প মৌলিক। একটি সামাজিক সুস্থ ধারার চলচ্চিত্র হবে এটি। চলতি মাসে নির্মিত হতে যাচ্ছে প্রিন্স ফিল্ম প্রোডাকশনের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘বউ হওয়া কি মুখের কথা’। এ্যাকশন, বিরহ, রোমান্স, কমেডিতে ভরপুর এ চলচ্চিত্র।
এ চলচ্চিত্রে প্রধান কমেডি ও হিরোর চরিত্রে ট্যালেন্ট হান্টের সেরা কমেডিয়ান প্রিন্স চৌধুরীর বিপরীতে নায়িকা থাকবেন কলকাতার অভিনেত্রী অদ্বিতীয়া। এছাড়া, কাজী হায়াত, আলীরাজ, ইউসুফ খান, রেবেকা, রিনা খানসহ আরো অনেকে এ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন।
কমেডি চলচ্চিত্রে প্রতি দর্শকদের আগ্রহ বেশি। পৃথিবীর সব দেশের চলচ্চিত্রে কমেডি টাচ থাকলেও ইদানিং বাংলা চলচ্চিত্রে সেটি উঠে গেছে। বহু-বছর পর দর্শক ফের সিনেমা হলে গিয়ে প্রাণ ভরে হাসবে ও মন ভরে দেখবে।
প্রিন্স চৌধুরী বলেন, ‘এ চলচ্চিত্রের গল্প দর্শক সাড়া জাগাবে। চলচ্চিত্রটি যেন সুন্দরভাবে শেষ করে তাড়াতাড়ি হলে মুক্তি দিতে পারি। এ চলচ্চিত্র ব্যবসায় সফল হবে বলে আশা রাখি।
প্রিন্স চৌধুরী ২০১৬ সালে এটিএন বাংলার ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো-তে অংশ নিয়ে তিন লাখ ৬১ হাজার প্রতিযোগির মধ্যে থেকে ছয় মাস অডিশনের মাধ্যমে সেরা কমেডিয়ান নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে প্রিন্স ফিল্ম প্রোডাকশন নামে একটি প্রযোজনা সংস্থা শুরু করেছেন। এ প্রোডাকশন হাউস থেকে প্রতি বছর ছবি নির্মাণ করার ইচ্ছা তার।
সংশ্লিষ্টরা বলছেন, ‘দিলদার, টেলিসামাদ, হুমায়ন ফরিদির পরে বাংলাদেশে এখনো দক্ষ কোন কমেডিয়ান তৈরি হয়নি। চলচ্চিত্রে কমেডি চরিত্রে কাজ করার শিল্পীর প্রায় অভাব। দিলদারের মৃত্যুর পর এখনো পর্যন্ত সেই শূন্যতা পূরণ হয়নি। দক্ষ কোন কমেডিয়ান না থাকায়, কেন জানি হাসি রসটা কমে গেছে। যদি প্রিন্স চৌধুরী এ চলচ্চিত্রে কমেডিটাকে ফুটিয়ে তুলতে পারে, চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়া দর্শকগুলো ফের হলমুখী হবে।’
বাসু রাজ চৌধুরী প্রিন্স চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার অন্তর্গত কোকদন্ডী গ্রামের চৌধুরী পরিবারের সন্তান। বাংলা চলচ্চিত্রকে ঘিরে তার যে স্বপ্ন, সেটি যেন পূরণ হয়।