রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: জীবন-মরন-পুনর্জীবন । মোহাম্মদ ওয়াসিম

সোমবার, জুলাই ১০, ২০২৩

প্রিন্ট করুন

সৃষ্টিকর্তা সব জীবকে সৃষ্টি করেন পানির দ্বারা,
কিছু পেটে, কিছু দুইপায়ে অথবা চারপায়ে চলে তারা।
সৃষ্টির সেরা জীবকে তৈরি করে মাটি-মূল উপাদানে,
পরে তাকে রাখে বিন্দু আকারে সংরক্ষিত স্থানে।

সেই বিন্দুকে জমাট রক্তে পরিণত করে পরে,
পরে ফের জমাট রক্তকে দেয় মাংসপিন্ড করে।
সেই মাংসকে অস্তির দ্বারা করে পরিবর্তন,
সেই অস্তিতে ফের লাগায় মাংসের আবরণ।

ভিন্ন সৃষ্টিরূপে গড়ে তুলেন অতঃপর
সৃষ্টিকর্তা কত অপরুপ সৃষ্টির কারিগর।
তিনিই যা চান তা সৃষ্টি করেন, আর
নিঃসন্দেহে সব কিছুর সাধ‍্য রয়েছে তার।

প্রতিটি জীবকে তিনি সৃষ্টি করার পরে
দিয়েছেন সুনির্দিষ্ট সময়-পরিমাণ ঠিক করে।
এসবের পর হবে জীবের মৃত্যু অবশ্যই,
অবশেষে ফের সেই দিনে…….
সৃষ্টির সেরাকে পুনর্জীবন করা হবে নিশ্চয়ই।

কবি: বংশীবাদক ও সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম।