রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

ভক্তের নোংরামীর দায় স্টারকেই নিতে হবে; শাকিবকে রাফী

সোমবার, জুলাই ১০, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: এবারের ঈদুল আজহায় প্রাণ পায় পুরো দেশের সিনেমা হলগুলো। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক-বির্তকেও জড়িয়ে পড়ছেন ভক্তরা, আলোচনা তুঙ্গে উঠে হলে ঝড় তোলা দুই চলচ্চিত্র ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ নিয়ে।

ছোটপর্দা ও ওটিটির জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রেখেছেন। আর প্রথম চলচ্চিত্রেই বাজিমাত করেছেন তিনি। ‘সুড়ঙ্গ’ নিয়ে অশ্লীলতার অভিযোগ তুলেছেন কেউ কেউ। এসব ইস্যুতে কথা বলতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্র টিম।

শনিবার (৮ জুলাই) মিরপুর সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের স্পেশাল শোয়ের পর সংবাদ সম্মেলন অনুষ্ঠান হয়।

ঈদের চলচ্চিত্র নিয়ে নোংরা পলিটিক্স হচ্ছে বলে মনে করেন ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের পরিচালক রায়হান রাফী।

তিনি আরো বলেন, ‘শাকিব ভাই এত বড় একজন স্টার এতে কোন সন্দেহ নেই, উনার ‘প্রিয়তমা’ চলচ্চিত্র ভাল চলছে। আপনারা ‘প্রিয়তমা’ নিয়ে লাফালাফি করেন, তাতে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু, কেউ একজন আমার ‘সুড়ঙ্গ’ নিয়ে পোস্ট দিলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে কেন? শুধু তাই নয়, মা-বাবা তুলেও তারা গালাগালি করছে। এ অধিকার তো কারো নেই। যেসব আইডি থেকে গালি দেয়া হয় অধিকাংশই ভুয়া আইডি। এটার দায় কিন্তু স্টারকেই নিতে হবে। আজকে যদি আমার কোন ভক্ত আপনাকে গালি দেয়, আপনি কিন্তু আমাকে বলবেন।’

রাফী আরো বলেন, ‘এগুলো প্ল্যান করে করা। আমাদের কাছে তথ্য আছে ১০০-২০০ জন মানুষ এটা করছে। যাদের একজনের ৪-৫টি করে ভুয়া আইডি। তারাই এসব নোংরামি করছে।’

নির্মাতা আরো বলেন, ‘আমি এগুলো বুঝি। কারণ, আমি মাদ্রাসায় পড়াশুনা করেছি। হোস্টেলে থেকেছি। এ জন্য রাজনীতি জিনিসটা ভাল বুঝি। রাজনীতি না জানলে আমি এখানে আসতে পারতাম না।’

শাকিব খানের উদ্দেশ করে রাফী বলেন, ‘আপনি তো অনেক বিষয়েই ভিডিও বার্তা দেন। একটি ভিডিও বার্তা দিয়ে আপনি আপনার ভক্তদের বলেন তোমরা অন্যের পোস্টে গিয়ে নোংরামি কর না।’

বলে রাখা ভাল, ঈদে একসাথে দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্র। এতে আফরান নিশোর সাথে আরো অভিনয় করেছেন তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারী প্রমুখ।