শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

রোহিঙ্গারা মানবিক সংকট তৈরি করছে; তারা নিরাপত্তার জন্যও হুমকি

মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: করোনাভাইরাস মহামারির সময়ও বাংলাদেশ প্রতিবেশী মায়ানমার থেকে আশ্রয় চাওয়া ১২ লাখ রোহিঙ্গাদের কথা ভুলে যায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়ন সহযোগীদের সহায়তায় বাংলাদেশ তাদের নিয়মিত তাদের টিকা, পরীক্ষা ও স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। তবে, এটা ভুলে যাওয়া উচিত নয়, আমাদের দেশে বসবাসরত এ বিশাল জনগোষ্ঠী আমাদের অঞ্চলের জন্য মানবিক সংকট তৈরি করছে ও নিরাপত্তার জন্যও হুমকি।’

মঙ্গলবার (১১ জুলাই) সিটির প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ন্যাশনাল কনফারেন্স অন পাবলিক হেলথ অ্যান্ড ডিপ্লোম্যাসি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সদস্য দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রীরা অংশ নেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘মায়ানমারে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই পারে এ সংকটের টেকসই সমাধান নিশ্চিত করতে এবং আমি আশা করি যে, মায়ানমার খুব শিগগিরই তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে।’

১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণের পর সরকারের কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সরকার পুরো দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু করেছিল; যা প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি।’

তিনি বলেন, ‘২০০১ সালে (আওয়ামী লীগ) সরকারের মেয়াদকালের শেষে প্রায় আট হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছিল এবং আরো আড়াই হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণাধীন ছিল। কিন্তু, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক কর্মসূচি বাতিল করে দেয় এবং এ সুবিধাগুলোর অনেকগুলো অব্যবহৃত হয়ে পড়ে থাকে।’

শেখ হাসিনা বলেন, ‘২০০৯ সালে ফের ক্ষমতায় এসে আমরা কমিউনিটি ক্লিনিকগুলো চালু করি। সে সময় সব মিলিয়ে সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা শুরু হয়। বর্তমানে সেগুলো থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবার পাশাপাশি মানুষকে বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অটিজম এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি কমাতে নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি ট্রাস্ট গঠন করা হয়েছে এবং এ ট্রাস্টের অধীনে ‘বঙ্গবন্ধু ইনস্যুরেন্স ফর পার্সন উইথ ডিজঅ্যাবিলিটিস’ চালু করা হয়েছে।’