নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলা গানের প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিনের একক কনসার্টের আয়োজন করা হয়েছে। পিজি গ্রুপের আয়োজনে শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকার ওয়েক্সফোর্ড টেরাসের দ্যা ম্যারি লুইস একাডেমিতে এ সংগীতানুষ্ঠান হবে। পিজি হোম কেয়ার, স্মার্ট ক্যাফে ও ধানসিঁড়ির অফিস থেকে টিকেট সংগ্রহ করা যাবে।
পিজি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা পার্থ গুপ্ত জানিয়েছেন, অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (১১ জুলাই) সকালে নিউইয়র্কে এসে পৌঁছেছেন সাবিনা ইয়াসমিন। এ সময় জেএফকে এয়ারপোর্টে তাকে ফুলের শুভেচ্ছা জানান পার্থ গুপ্ত। তার সাথে ছিলেন সাংস্কৃতিক সংগঠক সাহাবউদ্দিন চৌধুরী লিটন।
কনসার্টে মিউজিক পরিচালনায় থাকবে মাটি ব্যান্ড।
নিউইয়র্কে সাবিনা ইয়াসমিনের সংগীতানুষ্ঠানকে ঘিরে কমিউনিটিতে আলোড়ন সৃষ্টি হয়েছে।