সোমবার, ১৯ মে ২০২৫

শিরোনাম

রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ

শনিবার, জুলাই ১৫, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: হোম ফর হোমলেস উদ্যোগের অংশ হিসেবে ২০২৩-২০২৪ রোটারি বর্ষে বাস্তুহারা দুটি পরিবারকে ঘর করে দেবে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় ক্লাবটির নতুন প্রেসিডেন্ট ও কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। নতুন ঘর করে দেয়ার পাশাপাশি ২০২৩-২০২৪ রোটারি রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণনের প্রয়োরিটি প্রজেক্ট বাস্তবায়ন, পরিবেশ, শিক্ষা, বৃক্ষ রোপণ, শীত বস্ত্র, ত্রাণ বিতরণসহ বিভিন্ন সমাজ উন্নয়নমুলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়।

সিটির গরিবুল্লাহ শাহ হাউজিংয়ে উন্নয়ন সংস্থা অপকার সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্লাবের নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার নেন নুসরাত জাহান কলি। এ সময় তাকে কলার হাস্তান্তর করেন ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেডিডেন্ট (আইপিপি) প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ডেপুটি গভর্ণর মোহাম্মদ আলমগীর, চিফ সার্জেন্ট এট আর্মস নজরুল ইসলাম নান্টু, এডিশনাল এরিয়া ডিরেক্টর এমদাদুল আজিম চৌধুরী, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিক উদ্দিন, নাসিমা বানু।

রোটারি বর্ষের রোটারি ক্লাব চট্টগ্রাম স্মাইলের ২০২৩-২০২৪ রোটারি বর্ষের নতুন দয়িত্বপ্রাপ্তরা অন্যরা হলেন প্রেসিডেন্ট (ইলেক্ট) শাহাদাৎ হোসেন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, সেক্রেটারি সন্তোষ কুমার ভৌমিক, ট্রেজারার প্রদীপ কুমার দাস, ইন্টারন্যাশনাল ডিরেক্টর রওশন আক্তার।

অনুষ্ঠানে বক্তরা বলেন, ‘রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল যাত্রা শুরুর দুই বছরের মধ্যেই চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় মানবিক কর্মসূচী পালনের মধ্য দিয়ে রোটারি অঙ্গনে সুনাম অর্জন করেছে। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে সংগঠনটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারির ইমেজ বৃদ্ধিতে কাজ করে যাবে।