শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

সিলেটে রিপন দেবের চিকিৎসায় ওসমানীনগর এসোসিয়েশন আমেরিকার আর্থিক সহায়তা

শনিবার, আগস্ট ৫, ২০২৩

প্রিন্ট করুন

ওসমানীনগর, সিলেট: সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ভোদরপুরের সমাজকর্মী রিপন কান্তি দেবের চিকিৎসা সহায়তার জন্য ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইনকের পক্ষ থেকে দুই লাখ ৪০ হাজার টাকার চেক দেয়া হয়েছে। সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সাংসদ মোকাব্বির খান দুটি কিডনিই অকেজো হওয়া রিপন কান্তি দেবের বাড়িতে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন।

এ সময় মোকাব্বির খান বলেন, ‘মানুষ মানুষের জন্য। মানুষের দু:সময়ে যারা এগিয়ে আসেন, তারাই প্রকৃত মানুষ।’

অসুস্থ রিপন কান্তি দেবের চিকিৎসায় ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইনকসহ উদার হাতে যারা এগিয়ে এসেছেন, তাদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে তাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, এসোসিয়েশনের বাংলাদেশ সমন্বয়কারী মোহাম্মদ আরশ আলী, আওয়ালীগ নেতা পিনাক পানি ভট্টাচার্য, ইউপির সাবেক সদস্য ভাস্কর দত্ত, সমাজসেবক জুবায়ের আহমদ মজনু, ব্যবসায়ী জুবায়ের আহমদ, সুয়েব খান, বিলাল আহমদ।

বলে রাখা ভাল, সম্প্রতি সমাজকর্মী রিপন কান্তি দেবের দুটি কিডনিই অকেজো হয়ে যাওয়ায় তিনি মানবেতর জীবন যাপন করছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৭০ লাখ টাকা। পরিবার ও সমাজের বিত্তবানদের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ৪০ লাখ টাকার ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন রিপন দেব। তার চিকিৎসা সম্পন্ন করার জন্য আরো ৩০ লাখ টাকার প্রয়োজন। তিনি এ বিষয়ে সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা চেয়েছেন।