নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে হয়েছে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বনভোজন। এস্টোরিয়া পার্কে গেল ৩০ জুলাই এ আয়োজনে ওসমানীনগর ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।
এসোসিয়েশনের সভাপতি আজিজ আহমদ ছালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিছলুর সঞ্চালনায় বনভোজনের উদ্বোধন করেন ওসমানীনগরের কৃতিসন্তান জিনাত জাহান চৌধুরী। বনভোজনের আহ্বায়ক মালিক শেখ, সদস্য সচিব আব্দুল মজীদ ও প্রধান সমন্বয়কারী বশির উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ সালাম। বক্তব্য দেন বক্তব্য দেন এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, উপদেষ্টা কাজী অদুদ আহমদ, আবদুল কাদির, সাইফুল চৌধুরী জামিল, লুৎফুর রহমান আক্তার, পীযুষ দত্ত, মাহবুব গনী ওসমানী, আব্দুল ছালিক, সহ সভাপতি খালিক মিয়া ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক সহ সভাপতি তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম বাদশা ও শেখ আতিকুর রহমান, মোহাম্মদ আলী, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক সানু, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, সিলেট সদর সমিতির সভাপতি আব্দুল মালেক খান লায়েক, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, শ্রীমঙ্গল এসোসিয়শন অব আমেরিকা ইনকের সভাপতি মামুনুর রশিদ শিপু, সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি জুসেফ চৌধুরী, সংগঠনের প্রচার সম্পাদক জুমানুর তপাদার দিপু, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক আনছার তপাদার, সদস্য মাসুদুর রহমান খান অপু, দিপু তপাদার, আব্দুল ওদুদ, কমিউনিটির নেতা জুহেব চৌধুরী, জুন্নুন চৌধুরী, আব্দুল্লাহ মাহমুদ, মনসুর আহমেদ চৌধুরী, ফুলতলী ইসলামিক সেন্টারের উপদেষ্টা আলহাজ মোতাহির হোসাইন, মনজুর আলম, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আব্দুল বাতেন, রিয়েল্টর অব নিউইয়র্কের কাজী হোসাইন, কাজী ছিদ্দিক আহমেদ।
বনভোজন উদ্বোধনের আগে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। দিনব্যাপী বনভোজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বসবাসরত ওসমানীনগরের নারী-পুরুষ-শিশু-কিশোররা এস্টেরিয়া পার্কের খোলা মাঠে খেলা-ধুলাসহ নানা আনন্দে মেতে ওঠেন। খেলাধুলার মধ্যে ছিল বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা ও পুরুষদের ফুটবল খেলা। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী এবং র্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন কর্মসূচি শেষ হয়। ফুটবল খেলা খেলায় জয়ী দলকে ট্রফি দেয়া হয়। রাফেল ড্রতে প্রথম পুরস্কার ৫০০ ডলার ক্যাশ, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার ৫০ ইঞ্চি টিভিসহ মোট দশটি আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। এর আগে দুপুরে পরিবেশন করা হয় সুস্বাদু মধ্যাহ্ন ভোজ। বিকালে ছিল মিস্টান্ন ও পান-সুপাড়ি।