শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

হাসিনার আগমন উপলক্ষে প্রস্তুতি সভা যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের

সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে এ পথ সভার আয়োজন করা হয়।

এতে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের উপস্থিত ছিলেন।

সভায় নেত্রীরা প্রবাসী মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে অভ্যর্থনা ও অভিনন্দন জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ঘোষিত সব কর্মসূচিতে যোগ দেয়ার আহবান জানান।

সভায় নুরুন্নাহার, লুৎফুন্নাহার লুৎফা, কবি সালেহা ইসলাম, বেবী ও নাজ আপু বক্তব্য দেন।

বক্তারা শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে কোন প্রকার অশালীন মন্তব্য ও আচরণে নিজ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন না করার অনুরোধ জানান।

তারা বলেন, ‘ব্যক্তির থেকে দল, দলের থেকে দেশ। দেশের প্রধানের প্রতি ও মাতৃভূমির জন্য সম্মান প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, হিংসা-বিদ্বেষ পরিহার করে সভ্য মানুষের পরিচয় দেই। কারণ, শেখ হাসিনার পিতা আমাদের জাতির পিতার ত্যাগের বিনিময়ে অর্জিত দেশের পাসপোর্ট নিয়েই কিন্তু আমরা প্রবাসী। তাই আগের মত নোংরা আচরণ যেন না করি। আসুন, নোংরা রাজনীতি পরিহার করি দেশের স্বার্থে।