রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

‘নিউ ইংল্যান্ড হিন্দু এসোসিয়েশন কানেকটিকাট ইউএসএ’র নতুন কমিটি গঠিত

বুধবার, আগস্ট ৯, ২০২৩

প্রিন্ট করুন

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘নিউ ইংল্যান্ড হিন্দু এসোসিয়েশন (নেহা) ইনক কানেকটিকাট ইউএসএ’ এর ২০২৩- ২০২৫ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গেল রোববার (৬ আগস্ট) ১৫ জনবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সুবাস সরকারকে সভাপতি ও সুব্রত বণিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য কর্তারা হলেন সহ সভাপতি প্রণব বৈদ্য (বিশ্বজিত সরকার), অর্থ সম্পাদক অনিল বণিক, সাংস্কৃতিক সম্পাদক গৌরাঙ্গ বৈরাগি, সহ সাংস্কৃতিক সম্পাদিকা সোমা বণিক, মহিলা বিষয়ক সম্পাদিকা অপর্ণা বণিক।

এছাড়া, কার্যকরী সদস্যরা হলেন সদস্য সবিতা সরকার, জুয়েল চৌধুরী, শান্তিরাম বনিক বাবলু দে, নপুর দত্ত, বিন্তি বণিক।

নতুন কমিটি দায়িত্ব নিয়ে আগামী দুই বছর সংগঠন চালাবেন।