ঢাকা দক্ষিণ: ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য মন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।
তিনি বলেছেন, ‘ন্যূনতম লজ্জা থাকলেও আপনি দ্রুত পদত্যাগ করুন।’
বুধবার (৯ আগস্ট) ডেঙ্গু সচেতনতায় ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ২৭টি সাংগঠনিক থানা শাখার উদ্যোগে একযোগে প্রচার মাইকিং কর্মসূচিতে এ আহ্বান জানান ইমতিয়াজ আলম।
স্বাস্থ্য মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘বছরে হাজার হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে বাজেট থাকলেও আজকে স্বাস্থ্য খাতের এই বেহাল দশা কেন? হাজার হাজার কোটি টাকা কোথায় গেল এর জবাব অবশ্যই দিতে হবে।’
তিনি দুঃখপ্রকাশ করে বলেন, ‘ডেঙ্গু আজ মহামারি আকার ধারণ করেছে। সরকারি হিসেবেই ৩০০ উপরে মানুষ মারা গেছে। এর মধ্যে ৭০ শতাংশ শুধু ঢাকায়। অথচ, ঢাকার দুই মেয়রের কার্যকরি কোন উদ্যোগ নেই। ঢাকা সিটির কোটি কোটি টাকার বাজেট কোথায় যায়, জনগণ জানতে চায়। নাগরিকদের কর টেকস বাড়াবেন আর তা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করবেন, নগরবাসিকে জলবদ্ধতায় রাখবেন আর ডেঙ্গুতে মারবেন, নগরবাসী তা কড়া গন্ডায় হিসাব নিবে।’