শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

ভয়েস অব হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্যোগ, হাজারো মানুষের আহার

শনিবার, আগস্ট ১২, ২০২৩

প্রিন্ট করুন

হুমায়ুন কবির, পেকুয়া, কক্সবাজার: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় চলমান বন্যায় হাজারো মানুষের মাঝে খাবার ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করছে ভয়েস অব হিউম্যানিটি বাংলাদেশ। পেকুয়া উপজেলায় পাঁচটি ইউনিয়নে চলমান বন্যায় প্রায় দেড় লক্ষ মানুষ পানিবন্দি ছিল। বর্তমানে, পানি কিছুটা কমতে শুরু করলেও পানি বন্দি আছেন হাজারো পরিবার। ক্ষতির পরিমাণ প্রায় ৫০কোটি ছাড়বে। ভয়েস অব হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় বন্যার শুরু থেকে খাবার ও চিকিৎসা সামগ্রী বিতরণ করছে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানান পানিবন্দি অসহায় পরিবারগুলো।

ভয়েস অব হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এমএ হাসান জানান, চোখের সামনে এত বড় একটি মানবিক বিপর্যয়। হাজার হাজার মানুষ পানি বন্দি আর আশ্রয় কেন্দ্রে অনাহারে- অর্ধাহারে জীবন কাটাচ্ছেন। তাই, সামাজিক দ্বায়বদ্ধতা থেকে সবার পাশে দাঁড়ানো উদ্যোগ নেয়া।

তিনি বলেন, ‘আমরা প্রতিদিন খিচুড়ি, শুকনো খাবার, স্যালাইনসহ ওষুধ সামগ্রী বিতরণ করছি। এই দুর্যোগ থেকে সেরে না উঠা পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। এলাকার বিত্তবান ও মানবিক সংগঠনকে পেকুয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।’