ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে টার্গেট করে গেল কয়েক বছর ধরে একটানা আক্রমণ করে যাচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি তার সোশ্যাল মিডিয়া ট্রুথে বাইডেনকে পাগল বলে আখ্যায়িত করলেন। বললেন, ‘বাইডেন পাগল হয়ে গেছেন।’
ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অযোগ্য। তার নীতির কারণে যুক্তরাষ্ট্র ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সীমান্ত খুলে দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের এত বড় ক্ষতি করেছেন যে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর সমকক্ষ কোন ভুল আর নেই। আমাদের দেশ এমন একজন মানুষের হাতে ধ্বংস হয়ে যাচ্ছে, যার চিন্তা ও আইকিউ ক্লাস ওয়ানের শিশুর মত।
ডোনাল ট্রাম্প আরেক বার্তায় লেখেন, বাইডেন শুধু নির্বোধ ও অযোগ্যই নয়, তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন।