বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে হান্ড্রেড হিরোজ ক্যাম্পেইন

সোমবার, আগস্ট ২১, ২০২৩

প্রিন্ট করুন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শিশুর প্রতি লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণ প্রচারাভিনাকে সামনে রেখে হান্ডেড হিরোজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) ঠাকুরগাঁও সরকারী কলেজের সেমিনার কক্ষে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সংস্থার ভারপ্রাপ্ত এপি ম্যানেজার ও প্রোগ্রাম অফিসার পারুল বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল জলিল। এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ জিন্নাতুন নাহার, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রফিকুল আলম, সহযোগী অধ্যাপক মো. দুলাল উদ্দিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সামিউল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহমুদ হাসান, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মানিক হোসেন সরকার, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, সংস্থার প্রোগ্রাম অফিসার ডমিনিক রিবেরু, ফাইন্যান্স অ্যান্ড এডমিন অফিসার মানুয়েল বিশ্বাস।

ক্যাম্পেইনে ১০০ জন ছাত্র-ছত্রীকে নিয়ে ‘শিশুর প্রতি লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরন’ প্রচারাভিযানকে সামনে রেখে আলোচনাসহ একটি প্ল্যান অফ অ্যাকশন তৈরি করা হয়; যার উপর ভিত্তি করে পরবর্তী হান্ড্রেড হিরোজ কার্য়ত্রম পরিচালিত হবে। মূলত শিশুর প্রতি সব প্রকার সহিংসতা বন্ধ করার লক্ষ্যে ছাত্র-ছত্রীদের উদ্যোগে এলাকায় গনসচেতনতা গড়ে তোলার জন্য তারা এক সাথে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়।

‘হান্ড্রেড হিরো’স কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য, শিশু অধিকার, শিশু সুরক্ষা ও শিশুর প্রতি সহিংসতার ধারণা প্রদান, সহিংসতা রোধে ছাত্র-ছাত্রীদের ভূমিকার কথা অতিথিদের বক্তব্যে উঠে আসে।