সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে ‘বৃহত্তর খুলনা সোসাইটি ইউএসএ’র আনন্দঘন বনভোজন

বুধবার, আগস্ট ২৩, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে হয়েছে বৃহত্তর খুলনা সোসাইটি অব ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন। রোববার (২০ আগস্ট) লংআইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কে হয় খুলনাবাসীর জমজমাট এ মিলনমেলা। ভিন্ন আমেজে জমে উঠেছিল এ বনভোজন। যুক্তরাষ্ট্রে বসবাসরত ‘বৃহত্তর খুলনা সোসাইটি অব অব ইউএসএ’র সদস্য ও তাদের বন্ধু-স্বজন দিনব্যাপী পার্কের খোলা মাঠে খেলাধুলা, খাবার-দাবার, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

সকাল ১১ টায় সংগঠনের সভাপতি ওয়াহিদ কাজী এলিন সংগঠনের কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে বনভোজনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স অব নর্থ আমেরিকার (ফোবানা) স্টিয়ারিং কমিটির চেযারম্যান গিয়াস আহমেদ। সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা খন্দকার মাসুদুর রহমান। অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম ও সাবেক প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রতিষ্ঠাতা সভাপতি মীর নিজাম, কেনেডি, আজম।

পার্কের ডিয়ার রেঞ্জ প্যাভিলিয়নে বনভোজনের উদ্বোধনের পর পরই অতিথিদের সকালের নাস্তা পরিবেশন করা হয়। এরপর, সংগঠনের ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ শাহিনুল হোসেন ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডরেশনের সাবেক জাজ আব্দুর রশিদের পরিচালনায় শুরু হয় খেলাধুলা। বিভিন্ন বয়সীরা এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।

দুপুরে সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হকের পরিচালনায় শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এত গান করে দর্শকদের মাতিয়ে রাখেন প্রবাসের শিল্পী রায়ান তাজ, প্রমি তাজ, সেলিম ইব্রাহীম, শাহনাজ আলম লিপি, বাপ্পী, মিতা, ঈদ ই আমিন, আনোয়ারুল হক।

বনভোজন পরিচালনা কমিটির আহ্বায়ক সরদার মুনির হোসেন ছিলেন আপ্যায়নের দায়িত্বে। অতিথিদের মিষ্টি ও পান-সুপারি দিয়েও আপ্যায়ন করা হয়। বৈকালিক নাস্তা ও চা পর্বও ছিল এ আয়োজনে।

মধ্যাহ্নভোজের পরে অনুষ্ঠিত হয় মহিলাদের বালিশ বদল খেলা। এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। এতে প্রথম হন রাসিদা বেগম, দ্বিতীয় হন রাজিয়া সুলতানা ও তৃতীয় স্থান অধিকার করেন হ্যাপি চৌধুরী।

বনভোজনে বিভিন্ন খেলাধুলা ছাড়াও ছিল র‌্যাফেল ড্র। র‌্যাফল ড্র জয়ীরা আর্কষণীয় পুরস্কার জিতে নেন। ডাক্তার রিফাত জাফরিন রিফির সৌজন্যে রাফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল নিউইয়র্ক-ঢাকা রিটার্ন এয়ার টিকিটি, ইঞ্জিনিয়ার মো. আব্দুল খালেকের সৌজন্যে দ্বিতীয় পুরস্কার ছিল ৬৫ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি, এটর্নী মঈন চৌধুরীর সৌজন্যে তৃতীয় পুরস্কার ছিল স্বর্ণালংকার, মহিউদ্দিন দেওয়ানের সৌজন্যে চতুর্থ পুরস্কার ছিল ৫৫ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি। সংগঠনের উপদেষ্টা সৈয়দ এনায়েত আলীর পরিচালনায় রাফেল ড্রতে আরো ছিল ২০টি আকর্ষণীয় পুরস্কার।

ওয়াহিদ কাজী এলিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আল আমিনের পরিচালনায় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ সভাপতি শেখ মো. নওশাদ আক্তার, সহ সভাপতি শেখ হাসান আলী ও ইসমত জাহান পলি, সহ সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক হাওলাদার শাহিনুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ শাহিনুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান পপি, কার্যকরী সদস্য মুরারী মোহন দাস, শেখ ফারুকুল ইসলাম, সরদার মুনির হোসেন, বিলকিস ফাতিমা লাভলী, শেখ মোহাম্মদ সবুর ও মোহাম্মদ ঈদ ই আমিন।