রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

গ্রামীনফোনের স্টার গ্রাহকদের জন্য ইউনিলিভার পিউরিটে বিশেষ ছাড়

সোমবার, আগস্ট ২৮, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: দেশজুড়ে নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড পিউরিটের সাথে কৌশলগত অংশীদারিত্ব করেছে গ্রামীনফোন বাংলাদেশ। এ লক্ষ্যে সম্প্রতি উভয় প্রতিষ্ঠান একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এই এমওইউ’র মাধ্যমে গ্রামীণফোনের লক্ষ্য নিজেদের গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়ন। তাদের ইউনিলিভারের অত্যাধুনিক পিউরিটের ঝামেলাবিহীন শতভাগ আরও (রিভার্স অসমোসিসি) পিউরিফায়েড সুবিধা নিশিচত করা।

বসুন্ধরার জিপি হাউজে সম্প্রতি এ সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুক্তিতে সই করেন গ্রামীণফোনের হেড অব প্রিমিয়াম সেগমেন্ট অ্যান্ড মার্কেটিং ফারহা নাজ জামান ও ইউনিলিভার বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা ও গ্রাহকদের প্রতি নিজেদের দায়িত্বশীল অবস্থান আরো নিশ্চিত করল গ্রামীণফোন।

এ ছাড়ের আওতায় ইউনিলিভার পিউরিট ওয়াটার পিউরিফায়ারের পণ্যগুলোতে ছাড় পাবেন জিপি স্টার গ্রাহকরা। এ অফারে পিউরিট আলটিমায় আড়াই হাজার টাকা ছাড়, পিউরিট মারভেলায় দুই হাজার টাকা ছাড়, পিউরিট ক্ল্যাসিক মিনারেলে দেড় হাজার টাকা ছাড় ও ক্লাসিক এম০৫ এর ক্ষেত্রে দশ শতাংশ ছাড় উপভোগের সুযোগসহ ফ্রি এক্সপ্রেস ইনস্টলেশন পাওয়া যাবে। ডিভাইসের সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) ওপর এই ছাড় প্রযোজ্য হবে। ফলে, জিপি স্টার গ্রাহকদের জন্য এখন আরো সাশ্রয়ী মূল্যে ইউনিলিভার পিউরিটের মানসম্মত পিউরিফায়ারের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া, জিপি স্টার গ্রাহকরা আলটিমা, মারভেলা বা ক্লাসিক মিনারেল কেনার পর যে কোন ধরনের অভিযোগের ক্ষেত্রে সাধারণ গ্রাহকের চেয়ে ছয় মাস বেশি অর্থাৎ, মোট ১৮ মাসের জন্য একদম বিনামূল্যে সার্ভিস ওয়্যারেন্টি পাবেন।

জিপি স্টারের সব গ্রাহকের জন্য অফারটি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে। গ্রাহকদের অফারটি উপভোগে পিইউআরইআইটি টাইপ করে ২৯০০০ নাম্বারে পাঠাতে হবে। ১৬৬২৭ নাম্বার থেকে একজন কাস্টমার সার্ভিস এজেন্ট পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে যোগাযোগ করবেন।

এ ব্যাপারে ফারহা নাজ জামান বলেন, ‘নিরাপদ পানীয় সুবিধা একটি অন্যতম মৌলিক অধিকার, যা সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। ইউনিলিভার পিউরিটের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা জিপি স্টার গ্রাহকদের জন্য বিশুদ্ধ পানীয় প্রাপ্তি আরো সহজ করে তুলছি।’

ইউনিলিভার বাংলাদেশের হেড অব বিজনেস ফর ওয়াটার অ্যান্ড এয়ার ওয়েলনেস শরিফউদ্দিন নওরোজ আহমেদ সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘জিপি স্টার গ্রাহকদের জন্য ইউনিলিভার পিউরিটের উন্নত পানি বিশুদ্ধিকরণ সুবিধা আনার ক্ষেত্রে গ্রামীণফোনের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। শতভাগ ‘আরও’ পদ্ধতিতে বিশুদ্ধকৃত পানি সরবরাহের মাধ্যমে দেশের সব পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের অ্যাকুইজিশন অ্যান্ড মনিটাইজেশন জেনারেল ম্যানেজার মো. রিয়াজ আল ফারুক ভূঁইয়া, প্রিমিয়াম সেগমেন্টের লাইফস্টাইল বান্ডেলিং লিড ফজলে রাব্বি, প্রিমিয়াম সেগমেন্টের ক্যাম্পেইন ম্যানেজার সামিরা ইয়ামিন রসুল এবং ইউনিলিভার বাংলাদেশের ওয়াটার অ্যান্ড এয়ার ওয়েলনেস হেড অব বিজনেস শরিফউদ্দিন নওরোজ আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার এসএম ফাহিম হোসেন, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার একেএম তানভীর হোসেন ও কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার বর্ণা দাশগুপ্ত উপস্থিত ছিলেন।