মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বলল চীন

রবিবার, অক্টোবর ৮, ২০২৩

প্রিন্ট করুন

ফিলিস্তিনি/ইসরাইল: ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা ও সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলা ও ইসরাইলের সামরিক বাহিনীর পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হামলায় উভয়পক্ষের আট শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনার উদ্বেগ জানিয়ে ফিলিস্তিন ও ইসরাইল দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন।

রোববার (৮ অক্টোবর) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, ‘ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে বর্তমান উত্তেজনা ও সহিংসতা বৃদ্ধির ঘটনায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার, সংযম চর্চার আহ্বান জানাই। একইসাথে বেসামরিক নাগরিকদের রক্ষায় ও পরিস্থিতির যাতে আরো অবনতি না ঘটে, সে জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘সংঘাতের পুনরাবৃত্তির মাধ্যমে একটি ব্যাপার দেখা যাচ্ছে যে, শান্তি প্রক্রিয়ার দীর্ঘ স্থায়ী স্থবিরতা চলতে পারে না। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বাস্তবায়ন ও ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা- এই সংঘাত থেকে বেরিয়ে আসার মূল উপায়।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অত্যন্ত জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। ফিলিস্তিন প্রশ্নে আলোচনা বৃদ্ধি এবং ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রক্রিয়া আরো সহজ এবং স্থায়ী শান্তির উপায় খুঁজে বের করতে হবে। চীন সেই লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিরলসভাবে কাজ করে যাবে।’

আল আকসা মসজিদে হামলা ও অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ভোরে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস। গোষ্ঠীটি এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশেন আল-আকসা স্টর্ম’। হামাসের হামলায় ইসরাইলে এখন পর্যন্ত ৫০০ জনের মৃত্যু ও দুই হাজারের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৪ জন সেনাসদস্যও রয়েছে।’

অন্য দিকে, ইসরাইলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় ৩১৩ জনের মৃত্যু। এছাড়া, আহত হয়েছেন প্রায় দুই হাজার।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় দক্ষিণে রাফাহ থেকে উত্তরে বেইট হানুন এলাকা পর্যন্ত বেশ কয়েকটি শহরে বাড়িঘর ভেঙে গেছে।