ঢাকা দক্ষিণ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মুরুব্বি আর উচ্চ পর্যায়ের সাথে তলে তলে সব কথাবার্তা শেষ। এখন পিটার হাস আর কী করবেন? পিটার হাস ভিসা নীতি দেবেন, নিষেধাজ্ঞা দেবেন। কিন্তু, পিটার হাসের মুরুব্বিদের সাথে আমাদের কথা হয়ে গেছে।’
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে ঢাকা দক্ষিণ সিটির বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আর কারো কাছে পাত্তা না পেয়ে বিএনপি এখন ক্ষমতার জন্য যুক্তরাষ্ট্রের পেছনে ঘুরছে। বিএনপির নেতারা সকালে ঘুম থেকে উঠে পিটার হাসের কাছে ছুটে যান। দুপুরের খাবারের সময়ও পিটার হাসের বাসায় যান।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই দেশে নজিরবিহীন উন্নয়ন করেছেন শেখ হাসিনা। এই দেশে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন শেখ হাসিনাই করবেন। নিরপেক্ষ নির্বাচন হবে।’
তিনি আরো বলেন, ‘ফখরুল সাহেব, নির্বাচনে না আসলে আমও যাবে, ছালাও যাবে। নির্বাচনে আসেন। শেখ হাসিনা এমন নির্বাচন করবেন, যা হবে নজিরবিহীন। নির্বাচন নিয়ে বিএনপিকে আর কোন খেলা আমরা খেলতে দেব না।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে কাদের বলেন, ‘ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে লাভ নেই। দিল্লি বহু দূর, ক্ষমতা বহু দূর। ক্ষমতায় যাওয়ার পথ বিএনপি নিজেই বন্ধ করে দিয়েছে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন উপস্থিত ছিলেন।