হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর শিরীণ আখতারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নির্মাণাধীন চলচ্চিত্র ‘যুদ্ধ জীবন’ এর কলাকৌশলীরা। চবিতে উপাচার্যের অফিস কক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ সৌজন্য সাক্ষাৎ ঘটে।
কলাকৌশলীদের মধ্যে ছিলেন পরিচালক রিফাত মোস্তফা ও নায়ক ফেরদৌস আহমেদ। আরো ছিলেন নাট্য পরিচালক শাখাওয়াত শিবলী, অভিনেতা সাজ্জাদ ভূঁইয়া প্রমুখ।
এ সময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সেলিনা আক্তার, চবির সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী, চবির ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, চবির প্রক্টর মোহাম্মদ নুরুল আজিম সিকদার, সহকারী প্রক্টর মোহাম্মদ নাজেমুল আলম।
এ চলচ্চিত্রটির চিত্রধারণ চট্টগ্রামসহ চবির ক্যাম্পাসের বিভিন্ন স্পটে করা হচ্ছে। সৌজন্য সাক্ষাতের আগে রিফাত মোস্তফা ও ফেরদৌস আহমেদ চবির উপাচার্যকে সাথে নিয়ে চবির বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বলে রাখা ভাল, ‘শিরীণ আখতার রচিত রচিত সত্য ঘটনা অবলম্বনে একজন বীর মুক্তিযোদ্ধা আর্মি মেজরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পটভূমি নিয়ে চলচ্চিত্র ‘যুদ্ধ জীবন’ বাংলাদেশ সরকারের ২০২০-২০২১ অর্থ বছরে অনুদান পেয়েছে।’