শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টল থিয়েটারের তিন যুগ পূর্তিতে নাটক ‘ক্ষত বিক্ষত’ এর ১০৩তম মঞ্চায়ন

রবিবার, নভেম্বর ১৯, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টল থিয়েটারের তিন যুগপুর্তি ও ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্প্রতি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) মঞ্চস্থ করে মঞ্চ নাটক ‘ক্ষত বিক্ষত’। মমতাজ উদ্দিন আহমেদের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শেখ শওকত ইকবাল চৌধুরী।

সমাজের এক ধরনের মানুষ আছে; যারা তাদের কুকর্মগুলো আড়াল করার জন্য নানা পথ অবলম্বন করে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য অন্যদের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেকে নিরপরাধ করে সবার সামনে উপস্থাপন করাই তাদের কাজ। এমন একটা গল্প নিয়ে এ নাটকটি রচিত।

চট্টল থিয়েটারের প্রযোজনা নাটকটিতে অভিনয় করেছেন মোজাম্মেল হক, মুক্তি দাশ, শেখ শওকত ইকবাল, বেনু চৌধুরী, নাজিম উদ্দিন মিন্টু, সঞ্জয় বনিক, কাজি মুজিবুর রহমান, কামরুল ইসলাম, ওবাইদুল ইসলাম লাভলু, দিদারুল আলম, পারভেজ উদ্দিন চৌধুরী, সৌরভ পাল, নাসিমা আক্তার রোকসানা, আলেয়া বেগম জরি, মোমেনা আক্তার লাইজু, অভিজিৎ নাথ জুয়েল, সাইকা শরীফ পুস্পা, ইন্তিরা জাহান, জ্যোতি শর্মা।

নাটকটির সেট আলো ও পোশাক পরিকল্পনায় শেখ শওকত ইকবাল চৌধুরী, আলো প্রক্ষেপণে কামরুল ইসলাম, আবহ সংগীতে সাইকা শরীফ পুস্পা।

বলে রাখা ভাল, ‘ক্ষত বিক্ষত’ নাটকটি এ পর্যন্ত ১০৩ বার মঞ্চায়নের মাধ্যমে চট্টল থিয়েটার তার ৩৬ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন করল।