শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৩০০ আসনে দুই হাজার ৭৪১টি মনোনয়ন ফরম জমা

শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনের জন্য মোট দুই হাজার ৭৪১টি মনোনয়ন ফরম জমা পড়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলের প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বলে রাখা ভাল, বিএনপিসহ ১৪টি দল নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল চারটা পর্যন্ত।

আগামী ১-৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৭ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

গেল ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই অনুযায়ী আগামী ৭ জানুয়ারি (রোববার) ভোট গ্রহণ করা হবে।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি আগামী ৫-১৫ ডিসেম্বর ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর।