শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনের সাথে সংহতি যুক্তরাষ্ট্র বিএনপির

রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: বিএনপি বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সরকারের পদত্যাগের দাবিতে প্রবাসেও তারা লাগাতার কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করছেন। গেল ২০ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি জামাল আহমেদ জনির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন। বিএনপির নেতা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে মোনাজাত করা হয়।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা ঘোষিত তফসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

তারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতা গিয়াস উদ্দীন, আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, শাহ আলম, শরীফ লস্কর, জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, সারোয়ার খান হারুন, শফিকুর রহমান, শাহাদত হোসেন রাজু, ফারুক চৌধুরী, খলকুর রহমান, জসিম উদ্দীন উপস্থিত ছিলেন।