বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে

রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: ‘যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে মানবাধিকার শেখাতে না আসে। প্রয়োজনে বাংলাদেশ তাদের মানবাধিকার শেখাবে। গাজার নৃশংস ঘটনায় তারা (যুক্তরাষ্ট্র) চুপ, অথচ গোটা পৃথিবীতে তারা মানবাধিকার নিয়ে কথা বলে।’ বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রোববার (১০ ডিসেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি আরো বলেন, ‘দেশের যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে, সেখানেই জাতীয় মানবাধিকার কমিশনকে তার দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সচেতন হয়েছি বলেই, তাদের (যুক্তরাষ্ট্র) শিক্ষা দিতে চাই। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত গড়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে মানবাধিকার শেখাতে না আসে। প্রয়োজনে বাংলাদেশ তাদের মানবাধিকার শেখাবে। ফিলিস্তিনির গাজায় নৃশংস ঘটনায় তারা (যুক্তরাষ্ট্র) চুপ, অথচ পুরো পৃথিবীতে তারা মানবাধিকার নিয়ে কথা বলে। জাতিসংঘ যখন গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব দিল, তখন তারা ভেটো দিল। তারা যেন আর মানবাধিকার শেখায় না, তাদের প্রয়োজনে বাংলাদেশ মানবাধিকার শেখাবে।’

এ সময় বিশ্বনেতাদের কাছে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার স্বীকৃতি চাওয়ার কথাও জানান তিনি।

জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মানবাধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।