শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

শুলকবহরে বন্ধন ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর কমিটি গঠন

শনিবার, অক্টোবর ১, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বন্ধন ক্লাব ও শুলকবহর এলাকাসীর উদ্যোগে ঈদে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন- ২০২২ উপলক্ষ্যে প্রস্তুতি সভা শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শুলকবহর মহল্লা সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি রওনুকুল আলম। সভায় আগামী ২২ অক্টোবর ঈদে মিলাদুন্নবী উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় রওনুকুল আলমকে আহবায়ক ও বন্ধন ক্লাবের কার্যকারী উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান রাশেদুল আনোয়ার খানকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ক্লাবের অর্থ সম্পাদক আবু তাহের সায়মনকে অর্থ সচিব করা হয়েছে। আগামী কিছু দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

বন্ধন ক্লাবের সভাপতি মো. হাসান উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শুলকবহর মহল্লা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, ক্লাবের সাবেক সহ-সভাপতি মো. ফোরকান, সহ-সভাপতি রিয়াদ মিন মাহবুব, সহ-সাধারণ সম্পাদক মো. শফিউল আজম প্রমুখ।

প্রেস বার্তা