বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শিরোনাম

কক্সবাজারে আইইইইর তিন দিনের ২৬তম আইসিসিআইটি এবং দশম আইসিপিএস শুরু

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩

প্রিন্ট করুন

কক্সবাজার: পৃথিবীর বৃহত্তম টেকনিক্যাল পেশাজীবী সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশনের উদ্যোগে তিন দিনের ‘২৬তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আইসিসিআইটি-২০২৩’ এবং ‘দশম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার সিস্টেমস’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স কক্সবাজারের হোটেল লং বিচে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কনফারেন্সের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং আইইইই লাইফ ফেলো প্রফেসর সাইফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব স্যান ডিয়েগো ক্যালিফোর্নিয়ার অধ্যাপক এবং আইইইই প্রেসিডেন্ট (ইলেক্ট-২০২৪) প্রফেসর ক্যাথলিন এ ক্র‍্যামার। গেস্ট অব অনার ছিলেন ভারতের অটল বিহারী বাজপেয়ী ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালক প্রফেসর এসএন সিং।

এবারের আইসিসিআইটি-২০২৩ এর জেনারেল চেয়ারের দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটির কলেজ অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর মোহাম্মদ এস আলম এবং আইইইই ডব্লিউআইই চেয়ার এবং বুয়েটের ইইই বিভাগের প্রফেসর সেলিয়া শাহনাজ।

অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তৃতা করেন আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার, কনফারেন্স অরগ্যানাইজিং চেয়ার ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ মশিউল হক। বক্তব্য দেন কনফারেন্সের টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার এবং বুয়েটের ইইই বিভাগের প্রফেসর শেখ আনোয়ারুল ফাত্তাহ।

এবারের আইসিসিআইটি’র জন্য জমাকৃত ৮৫৭টি প্রবন্ধ থেকে উপস্থাপনের জন্য ৫৫২টি এবং আইসিপিএসের জন্য জমাকৃত ২১০টি প্রবন্ধ থেকে কনফারেন্সে উপস্থাপনের জন্য ১৪৬টি নির্বাচিত হয়। কনফারেন্স দুটিতে ১৩টি কী-নোট স্পিচ, দুটি ইন্ডাস্ট্রি টক এবং একটি প্যানেল ডিসকাশন থাকছে। এছাড়া, কনফারেন্সের প্রথম দিন ‘ব্রিজিং দ্যা গ্যাপ বিটুইন রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রি স্টার্টআপ’ শীর্ষক টিউটোরিয়াল সেশন অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে, একই ভেন্যুতে নবীন শিক্ষার্থী-গবেষক-উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করার জন্য ছয়টি কো-লোকেটেড কনফারেন্স হয়েছে।

কনফারেন্সে তথ্য প্রযুক্তি ও পাওয়ার সিস্টেমস বিষয়ক গবেষণার তথ্য-উপাত্ত বিনিময়ের পাশাপাশি প্রযুক্তি সম্পর্কিত সর্বশেষ অগ্রগতি বিষয়ে আলোকপাত করা হচ্ছে। এতে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও প্রকৌশল শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার অন্তত ৪০০ জনের মিলনমেলা বসে এবং অবশিষ্ট গবেষকরা ভার্চুয়ালি দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে যোগ দেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় কনফারেন্সের সমাপনী হবে।