বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শিরোনাম

সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে মত বিনিময় সাংসদ পদপ্রার্থী ফরিদ মাহমুদের

রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রাম দশ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ বলেছেন, ‘সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে চাই স্থিতিশীল প্রগতিশীল সরকার। স্বাধীনতা বিরোধী মতার্দশের কোন সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে এ কাজটি কঠিন হয়ে পড়ে। প্রগতিশীল রাজনৈতিক সংগঠন ঐক্যবদ্ধ না থাকলে অশুভ শক্তির উথ্থান ঘটে। আমাদেরকে আমাদের হারিয়ে যাওয়া পুরানো শহীদ মিনারটি ফিরিয়ে দিতে হবে। এ জন্য সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে।’

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সিটির একটি রেস্তোরার মিলনায়তনে সাংস্কৃতিক অঙ্গণে সুপরিচিত ব্যক্তিত্বদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাট্যজন অলক মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থাপন ছিলেন সঙ্গিত শিল্পী দিদারুল ইসলাম।

আলোচনায় অংশ নেন চিত্র নায়ক পংকজ বৈদ্য সুজন, শিল্পী দীপেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, শিল্পী ত্রিবিদ বড়ুয়া রানা, স্বপন কুমার দাশ, ফরিদ বঙ্গবাসী, মুন্না ফারুক, ইকবাল পিন্টু, অনামিকা তালুকদার, মুসলিম আলী জনি, পূর্নিমা চৌধুরী, রোজী চৌধুরী, সুপ্রিয়া লাকী, ববিতা ইসলাম, মুরাদ হাসান, অরুন দাশ, মো. ইকবাল, ইন্তেখাব আলম মান্না, রাজীব মজুমদার খোকন, আরাফাত রুপক, সাইদুল ইসলাম মাসুম, শওকত হোসেন মুন্না, আবছার উদ্দিন অলি, এমডিএইচ রাজু, সমীরণ পাল, এসএম সরওয়ার, ঝুলন বড়ুয়া, সুমন দেব, আশরাফুল হাসান, মো. রুবেল, মো. দুলাল, শিল্পী শংকর দে।