ঢাকা: বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) প্রকাশ হয়েছে নতুন চলচ্চিত্র ‘শেষ বাজি’র পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে, খুব মনোযোগ দিয়ে একজন সিগারেট ধরাচ্ছেন। তবে, চেহারা দেখে তাকে চেনা যাচ্ছে না। ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি করার কথা ছিল ঢাকা চলচ্চিত্রের চিত্রনায়ক সাইমন সাদিকের। তবে কি নায়ক পরিবর্তন হয়ে গেল?
এ ব্যাপারে সাইমন সাদিক বলেন, ‘ব্যাপারটি খুব মজা লেগেছে আমার। যে পোস্টারটি দেখে কেউ আমাকে চিনতে পারেনি। তবে, চিনতে না পারলেও ইতিবাচক সাড়া পেয়েছি।’
নতুন বছরে নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন সায়মন সাদিক। আর ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ১৯ জানুয়ারি।
মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘শেষ বাজি’। চলচ্চিত্র প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল।
চলচ্চিত্রটির নির্মাতা মেহেদী হাসান জানান, পোস্টার দেখেই প্রশংসা করছেন দর্শকরা। আশা করি, প্রথম পোস্টারের মত চলচ্চিত্রটিও দর্শক ভালভাবে নেবে।
এর পূর্বে গেল ৩০ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি।
এ চলচ্চিত্রের কাহিনি ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম।