ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪৭ জন প্রার্থী নিজেদের ইচ্ছায় মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) বিকাল চারটায় প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। এর মধ্য দিয়ে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এক হাজার ৮৯৬ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (১৭ ডিসেম্বর) রাতে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন , ‘মোট ৩৪৭ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন বৈধ প্রার্থীর সংখ্যা এক হাজার ৮৯৬ জন।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘পাঁচজন প্রার্থীর প্রার্থিতা স্থগিত রয়েছে।’
নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপিসহ কয়েকটি দল নির্বাচন বর্জন করছে।
রিটার্নিং কর্মকর্তারা সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। এরপর প্রার্থীরা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পাঁচ জানুয়ারি (সকাল আটটা) পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আগামী ৭ জানুয়ারি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনে ৭৪৭ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট দুই হাজার ৭১৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। কিন্তু, রিটার্নিং কর্মকর্তারা ১-৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক হাজার ৯৮৫ জনের মনোনয়ন পত্র নেন এবং ৭৩১ জনের মনোনয়ন পত্র বাতিল করেন। রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিরুদ্ধে বিক্ষুব্ধ প্রার্থীদের করা আপিল নিষ্পত্তি সম্পন্ন হওয়ায় প্রায় ২৭০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়াও, কমিশন পাঁচ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। যাদের মনোনয়ন পত্র পূর্বে রিটার্নিং কর্মকর্তারা বৈধ ঘোষণা করেছিলেন।