রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে শক্তিশালী ঝড়ে চারজনের মৃত্যু

বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩

প্রিন্ট করুন

পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে শক্তিশালী ঝড়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পেনসিলভেনিয়া ও ম্যাসাচুসেটসে দুইজন মারা গেছে। প্রচণ্ড বৃষ্টিতে জনজীবন অচল হয়ে পড়েছে। খবর সিএনএনের।

এ ছাড়া, দক্ষিণ ক্যারোলিনাতে আরো একজনের মৃত্যু হয়েছে। বৃষ্টিপাতের কারণে গাছ ধসে পড়লে তার নিচে চাপ পড়েন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে হাসপাতারে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার (১৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে দুই থেকে চার ইঞ্চি পর্যন্ত পানি জমে গেছে। এছাড়া, নিউইয়র্ক সিটির উত্তরপশ্চিমে পাঁচ ইঞ্চি বেশি পানি জমেছে।

নিউ জার্সির মেয়র জানিয়েছেন, বন্যার কারণে মধ্যরাতের পূর্বেই বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ঝড়ের কারণে নিউ ইংল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে।

বোস্টন ও নিউ ইয়র্কের বিমানবন্দরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ফ্লাইট ওয়্যার অনুসারে, ভারী বাতাস ও বৃষ্টি এই দিন বিপজ্জনক ভ্রমণ পরিস্থিতি তৈরি করে।