নয়াদিল্লী, ভারত: ভারতে তীর্থযাত্রী বোঝাই একটি ট্রলিকে টেনে নেয়া ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে গেলে ২৭ জন নিহত হয়। এসব তীর্থযাত্রী একটি মন্দির থেকে ফিরছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শনিবার (১ সেপ্টেম্বর) উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ২২ জন আহত হয়।
ট্রাক্টর-ট্রলিতে করে হিন্দু তীর্থযাত্রীরা চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় শোক প্রকাশ করে বলেন, ‘কানপুরে ট্রাক্টর-ট্রলি দুর্ঘটনায় আমি মর্মাহত। যারা তাদের স্বজন হারিয়েছেন, তাদের প্রতি শোক ও যারা আহত হয়েছেন তাদের জন্যে আমার প্রার্থনা রইল।’
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘এ ধরনের যানবাহন লোকজন নয়, মালামাল পরিবহনেই ব্যবহার করা উচিত।’
তিনি আরো বলেন, ‘কানপুরের এ দুর্ঘটনা হৃদয়বিদারক।’