রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নতুন করোনা ভ্যারিয়েন্ট জেএন.১ সংক্রমণের অর্ধেকই যুক্তরাষ্ট্রে

শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন করোনাভাইরাস সাবভ্যারিয়েন্ট জেএন.১ দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন দেশটিতে সর্বশেষ করোনা ভাইরাসে আক্রান্তের প্রায় অর্ধেকই এই ভ্যারিয়ান্টে হয়েছে।

জেএন.১ বর্তমানে দেশের সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ও শক্তিশালী ভ্যারিয়েন্ট।

সিডিসির মতে, এটি পুরো দেশে নতুন সংক্রমণের ৪৪ শতাংশেরও বেশির জন্য দায়ী, যা আগের প্রতিবেদন অনুযায়ী ২১ দশমিক চার শতাংশ থেকে বেশি।

সিডিসি ধারণা করছে, জেএন.১ নিউ জার্সি এবং নিউ ইয়র্কসহ উত্তর-পূর্ব অঞ্চলে সবচেয়ে শক্তিশালী। এই অঞ্চলগুলোতে এটি প্রায় ৫৭ শতাংশ সংক্রমণের জন্য দায়ী।

সিডিসির গেল আগস্ট থেকে শনাক্ত করা তথ্য অনুযায়ী, জেএন.১ ভ্যারিয়েন্ট বিএ.২.৮৬ এর সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। ২০২৩ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এটি প্রথম শনাক্ত হয়।

সিডিসি বলেছে, ‘জেএন.১ সম্ভবত অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সংক্রামক বা অন্যান্য প্রচলিত সঞ্চালনশীল রূপগুলোর তুলনায় আমাদের ইমিউন সিস্টেমকে এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আরো ভাল।’