ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার একদলীয় নির্বাচন নিয়ে আত্মতুষ্টি করলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করেছে।’
সোমবার (৯ জানুয়ারি) কমলাপুর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী আরো বলেন, ‘জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাদের দল রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।’
তিনি বলেন, ‘তারা (সরকার) এ ধরনের নির্বাচন করে ও ভোটের নামে তামাশা করে জনগণের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। একতরফা নির্বাচন নিয়ে সরকার যতই আত্মতুষ্টি করুক না কেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করেছে।’
রুহুল কবির বলেন, ‘যারা ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী, তারাই নির্বাচনের দৌড়ে ছিলেন। দেখা গেছে, ভোটারদের অনুপস্থিতিতে ফাঁকা ভোট কেন্দ্রে তারা নিজেরাই ব্যালটে সিল মেরেছে, একে অপরের সাথে সংঘাত করেছে, সহিংসতায় লিপ্ত হয়েছে এবং একে অপরকে খুন ও আহত করেছে।’
রিজভী বলেন, ‘সরকারের সব হুমকি-ধমকি উপেক্ষা করে নির্বাচন বর্জন করায় বিএনপিসহ সমমনা দলগুলো দেশের সব স্তরের জনগণকে অভিনন্দন জানিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, আমরা রাস্তায় আছি, জনগণের সাথে আছি ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। অবশ্যই আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব।’
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে লিফলেট বিতরণকরে গণসংযোগ করেন রিজভী।
এর পূর্বে, বৈধ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নির্বাচনকালীন সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে জনসমর্থন আদায়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) ও বুধবার (১০ জানুয়ারি) দুই দিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।