রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র

রবিবার, জানুয়ারী ১৪, ২০২৪

প্রিন্ট করুন
জো বাইডেন

তাইপে, তাইওয়ান: তাইওয়ানের নির্বাচনে জয় পেয়েছেন চীনবিরোধী নেতা ও বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক প্রোগ্রোসিভ পার্টির প্রার্থী উইলিয়াম লাই। তার জয়ের পর তাইওয়ান স্বাধীনতা পাওয়ার চেষ্টা চালাতে পারে- এমন শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন জানাচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের।

তাইওয়ানের নির্বাচনের ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, ‘আমরা স্বাধীনতাকে সমর্থন জানাই না।’

যদিও তাইওয়ানের নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, ‘নির্বাচনে কোন দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য না।’

স্বায়ত্ত শাসিত অঞ্চল তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে চীন। ১৯৯৬ সাল থেকে তাইওয়ানে চলছে গণতান্ত্রিক ধারা। এর পূর্বে তাইওয়ান সামরিক শাসন ও কর্তৃত্ববাদী শাসনের দ্বারা জর্জরিত ছিল।

তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের কোন কূটনৈতিক সম্পর্ক নেই। তা সত্বেও দেশটিকে সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। চীনের আশঙ্কা যুক্তরাষ্ট্রের সহায়তায় একটা সময় স্বাধীনতা চেয়ে বসবে তাইওয়ান।

অন্য দিকে, বাইডেন প্রশাসনের আশঙ্কা নয়া নির্বাচন ও তাইওয়ানের নয়া প্রশাসন চীনের সাথে চলমান দ্বন্দ্ব আরো বৃদ্ধি করবে। এছাড়া, চীনের সাথে নিজেদের ক্রমবর্ধমান খারাপ সম্পর্ক ভাল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রও। গেল নভেম্বরে ক্যালিফোর্নিয়া সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সরাসরি বৈঠক করেছিলেন বাইডেন।

তাইওয়ানের সরকার আশঙ্কা করছে, নির্বাচনের পর তাদের ওপর চাপ বাড়াতে চীন সামরিক মহড়াসহ নানা কার্যক্রম চালাবে।