মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

শনিবার চবিতে আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স-২০২৪

বৃহস্পতিবার, জানুয়ারী ২৫, ২০২৪

প্রিন্ট করুন

হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির যৌথ উদ্যোগে আগামী শনিবার (২৭ জানুয়ারি) সকাল দশটা থেকে দিনব্যাপী প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স-২০২৪ (আইবিসি-২০২৪)। চবির ক্যাম্পাসের জীব বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এ কনফারেন্স হবে।

কনফারেন্সের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন চবির উপাচার্য প্রফেসর শিরীণ আখতার। কনফারেন্স উদ্বোধন করবেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সভাপতি প্রফেসর একে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য মো. আবু তাহের, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যায়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর এএসএম লুৎফুল আহসান, চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবির জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তৌহিদ হোসেন, বিআইটিআইডি চট্টগ্রামের পরিচালক মো. সাখাওয়াত উল্লাহ, বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব (আইসিটি) এনএম. জিয়াউল আলম, আইসিডিডিআর বির সিনিয়র বিজ্ঞানী রুবানা রাকিব, আইসিডিডিআর বির সিনিয়র বিজ্ঞানী মুস্তাফিজুর রহমান, বিসিএসআইআর চট্টগ্রামের পরিচালক বরুণ কান্তি সাহা।

কনফারেন্সের সমাপনী পর্বে প্রধান অতিথি থাকবেন হাটহাজারী- পাঁচ আসনের সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ। কনফারেন্সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান বিজ্ঞানী ও গবেষকরা অংশ নেবেন।

কনফারেন্স বাস্তবায়নে আইবিসি-২০২৪ এর সদস্য-সচিব এবং চবির জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর মোহাম্মদ আল্-ফোরকান ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির পরিচালক ও আইবিসি-২০২৪ এর কনফারেন্স কো-চেয়ার মো. সলিমুল্লাহ উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সবাইকে কনফারেন্সে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন কনফারেন্স চেয়ার ও আইবিসি-২০২৪ এর আহবায়ক এবং চবির জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর নাজনীন নাহার ইসলাম।