রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নিউ জার্সির ক্র্যানবেরিতে প্রথম মুসলিম মেয়র

শনিবার, জানুয়ারী ২৭, ২০২৪

প্রিন্ট করুন
ইমান আল-বাদাউই

নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের ক্র্যানবেরি টাউনশিপে প্রথম মুসলিম মেয়র হিসেবে এক নারী নির্বাচিত হয়েছেন। মিসরীয় ও ভারতীয় বংশোদ্ভূত এ নারীর নাম ইমান আল-বাদাউই। এ মাসের শুরুতে অনুষ্ঠিত বৈঠকে ২০২৪ সালের মেয়র হিসেবে তাকে শপথ পড়ান সাবেক নারী মেয়র সাদাফ জেফার। খবর সেন্ট্রাল জার্সির।

মেয়র নির্বাচিত হয়ে নিজের অনুভূতি জানিয়ে ইমান বলেন, ‘আমি কিছুতে প্রথম হতে চাইনি।’

তবে, একজন হিজাবি নারী হিসেবে পুরোপুরি নয়া পরিবেশে নিজেকে দেখতে পেয়ে আমি সত্যিই অভিভূত। কারণ, বহু মানুষ নয়া করে আমার কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পাবে। সকলে আমার সম্পর্কে এভাবে বলা শুরু করছে, ‘ওহ, আপনি প্রথম ‍মিসরী মুসলিম, যিনি হিজাব পরে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।’ আমি মনে করি, তা শুধু আমার জন্য নয়, বরং সকলের জন্য গর্বের ব্যাপার। সর্বোপরি পূর্বের চেয়ে বহু বেশি ক্ষমতা ও দক্ষতা নিয়ে আমার শহরের জন্য কাজ করব।’

এর পূর্বে, ২০২১ সালে ইমান আল-বাদাউই তিন বছরের জন্য টাউনশিপ কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর গেল বছর তিনি প্রথম মুসলিম ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ক্র্যানবেরির একজন সফল নেতা ও মেয়র হিসেবে তিনি সকলের জন্য কাজ করতে চান।

সমাজসেবার প্রেরণা থেকে রাজনীতিতে আসেন ইমান। শখের বশে ভেড়া লালন-পালন করেন তিনি। রাটগার্স ইউনিভার্সিটির ডগলাস কলেজ থেকে রসায়ন ও জীববিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। এরপর ল্যাবে কাজ করার পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন কমিউনিটিতে কাজ করেন।