আরকানসাস, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের একটি পার্কে ঘুরতে এসেছিলেন ফরাসি নাগরিক জুলিয়ান নাভাস। সেখানেই সাত দশমিক ৪৬ ক্যারেটের একটি বড় হীরার খণ্ড পান তিনি। হীরার খণ্ডটি তিনি নিজ দেশেও নিয়ে যেতে পারবেন বলে জানা গেছে। খবর সিএনএনের।
ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে বেড়াতে এসেছিলেন জুলিয়েন নাভাস। তার মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রথম কোন মহাকাশযান চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণের দৃশ্য দেখা। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে পেরেগ্রিন নামের চন্দ্রযানটি উৎক্ষিপ্ত হয়। যানটির উৎক্ষেপণ দেখার পর তিনি ঘুরতে যান আরকানসাস অঙ্গরাজ্যের ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে।
এর পূর্বে, সোনা ও জীবাশ্ম খোঁজার অভিজ্ঞতা থাকায় বেশ আগ্রহ নিয়ে সেখানে হীরা খোঁজার প্রস্তুতি নেন নাভাস। গেল ১১ জানুয়ারি সকালে তিনি পার্কে পৌঁছে টিকিটের সাথে হীরা খোঁজার সরঞ্জামও কেনেন।
জুলিয়ান জানান, সকাল নয়টার দিকে পার্কে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন তিনি। সৌভাগ্যক্রমে দিন কয়েক পূর্বেই এক ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে সেখানে। যার ফলে, ভেজা মাটি খুঁড়তে কম কষ্ট হয় তার।
এক পর্যায়ে কাদামাটি মাখা একটি চকচকে পাথর পেয়ে যান জুলিয়ান। তখনই সোজা ‘ডায়মন্ড ডিসকভারি সেন্টারে’ হাজির হলে নাভাসকে জানানো হয়, সাত দশমিক ৪৬ ক্যারেটের একটি বাদামি হীরা পেয়েছেন তিনি। এখন পর্যন্ত ওই পার্কে পাওয়া কয়েক হাজার হীরার মধ্যে অষ্টম বৃহত্তম হীরা এটি।
হীরা পাওয়ার কথা শুনে হতবাক হয়ে যান জুলিয়ান। তার বাগদত্তার নামানুসারে তিনি হীরাটির নাম রাখেন ‘ক্যারিন ডায়মন্ড’। হীরাটি দুই ভাগে ভাগ করে এক ভাগ মেয়েকে আর অন্যটি বাগদত্তাকে দেয়ার পরিকল্পনা আছে তার।