মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

দ্বাদশ সংসদ অধিবেশনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

মঙ্গলবার, জানুয়ারী ৩০, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এর মধ্যে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে সংসদে ঢুকেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

গেল ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নয়া সরকার গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবারও সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী।

অন্য দিকে, বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

এ দিকে, প্রথম অধিবেশনে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার ও শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সাংসদ ২২৪ জন, স্বতন্ত্র সাংসদ ৬২ জন, জাতীয় পার্টির ১১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন, ওয়ার্কার্স পার্টির একজন ও কল্যাণ পার্টির একজন সাংসদ আছেন।